স্টাফ রিপোর্টার ॥
চুনারুঘাটের কাপাই চা বাগানে মাদক বিরোধী অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল ৪ মার্চ (শুক্রবার) সকালে সংস্থাটির সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় ওমেষ গঞ্জুর পুত্র অবিলাশ গঞ্জু (২৮) গ্রেফতার করা হয় এবং ৪ টি প্লাস্টিকের বড় ড্রামে ২৮০ লিটার চোলাই মদের উপকরন জাওয়া উদ্ধার করা হয়। এ সময় বাগানের ম্যানেজার ও মেম্বার উপস্থিত থেকে তাদের টিমকে সহযোগিতা করেন।
এ বিষয়ে পরিদর্শক মোঃ নজীব আলি বাদী হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।