নিজস্ব প্রতিবেদক :
বাহুবলে ৭ ইউপি চেয়ারম্যান, ৬৩ মেম্বার ও ২১ মহিলা মেম্বার শপথ গ্রহণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তাদের শপথ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসন হলরুমে ৭ ইউপি চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসন ইশরাত জাহান।
শপথ পাঠ করেন স্নানঘাট ইউপির চেয়ারম্যান তোফাজ্জুল হক রাহিন, পুটিজুরী ইউপি’র চেয়ারম্যান মুদ্দত আলী, সাতকাপন ইউপি’র চেয়ারম্যান মোঃ আব্দুর রেজ্জাক, বাহুবল সদর ইউপি’র চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী, লামাতাসি ইউপি’র চেয়ারম্যান আ.ফ.ম. উস্তার মিয়া তালুকদার, মিরপুর ইউপি’র চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ ও ভাদেশ্বর ইউপি’র চেয়ারম্যান কামরুজ্জামান বশির।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ নাজুমল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া প্রমুখ।
পরে দুপুর ২টায় বাহুবল উপজেলা পরিষদ হলরুমে ৮৪ জন ইউপি সদস্য’র (মেম্বার ও মহিলা মেম্বার) শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা।
এ সময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ প্রমুখ।