শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফেন্সিডিল হুইস্কি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সিনিঃ এএসপি মোঃ হায়াতুন-নবী’র নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশন এর ২নং প্লাটফর্ম হতে অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিল, ০৯ বোতল ব্যাগপিপার হুইস্কি সহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিণ উত্তরসুর গ্রামের ইচপর উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ূম (৩৫) কে গ্রেফতার করে র্যাব-৯।
উদ্ধারকৃত মাদকের সর্বমোট আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা বলে জানায় র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।