নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় বুধবার সকালে কাভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
বুধবার (২ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহজালাল।পুলিশ জানায়, ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হওয়ার পর জেলা সদর হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান।
ঘটনাস্থলে নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২)। জেলা সদর হাসপাতালে মারা যান হোসনে আরা বেগম (৪৮) ও ঢাকায় নেওয়ার পথে মারা যান ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২)।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকাল পৌনে ৭টার দিকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন ১৩-৮৪৪৩) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে (ব্রাহ্মণবাড়িয়া থ ১১-২২৯৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে আরও দুজন মারা যাওয়ার কথা জানতে পেরেছেন বলে জানান।