প্রেস বিজ্ঞপ্তি :
শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম বলেছেন তথ্য প্রযুক্তির এই যুগে পিছিয়ে থাকার সুযোগ নেই। জানাশুনা ও জ্ঞানের পরিধি বাড়াতে হবে শিক্ষার্থীদের। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সময় ব্যয় করতে হবে হিসেব করে। সময়ের মূল্য দিলেই প্রতিষ্ঠা লাভ সম্ভব।
বুধবার জহুর চান বিবি মহিলা কলেজের একাদশ শ্রেণির ১২তম ব্যাচের নবীন বরণ ও পাঠদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রভাষক শাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুলাহ আল মামুন।
কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান।
সভায় বক্তব্য রাখেন প্রভাষক তহুরা বেগম,শামীমা আক্তার, মুহাম্মদ মহিউদ্দিন, তাঈবা সুলতানা, রফিকুল ইসলাম, সুমাইয়া ফারহানা, কামরুল হাসান রিপন, সুবর্ণা সাহা, আরিফুর রহমান, কাজী শেফা, শারমিন আক্তার রিয়েল, মিতালী রানী দাশ, শামসুল হক শাহেদ,জাকিয়া মেহের ঈভা। প্রতিক্রিয়া ব্যক্ত করে শিক্ষার্থী সাদিয়া আক্তার, শারমিন আক্তার, সানজানা শারমিন তিশা প্রমুখ।