বানিয়াচং প্রতিনিধি :
সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী ও বেতন গ্রেড পরিবর্তন সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত সকল কর্মচারীবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাদের দাবির ব্যাপারে কোন প্রকার সিদ্ধান্ত দেন তাহলে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব।
উল্লেখ্য, এ কর্মবিরতির ফলে উপজেলায় দূর দূরান্ত থেকে আগত সেবাগ্রহিতাগণ ভোগান্তিতে পড়েছেন।