চুনারুঘাট প্রতিনিধি :
চুনারুঘাটে প্রতিবন্ধী জাবেদ আলীর মুখে হাসি ফুটিয়েছে চুনারুঘাট যুব ঐক্য পরিষদ।
চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাজাকোণা গ্রামের অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী জাবেদ আলীকে দোকানের মালামাল ক্রয় করার জন্য অর্থ সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আজিজুর রহমান আজিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইলিয়াছ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার মিয়া, সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান তালুকদার, অর্থ সম্পাদক জয়নাল তালুকদার, প্রচার সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক মাহবুব হাসান, নির্বাহী সদস্য ছায়েদ আলী, সাংবাদিক আঃ হান্নান সহ আরো অনেকে।
চুনারুঘাট যুব ঐক্য পরিষদের অনুদান পেয়ে প্রতিবন্ধী জাবেদ আলীর মুখে ফুটেছে আনন্দের হাসি। অসহায় মানুষের তরে কাজ করে যাবে এ সংগঠন, এমনটাই জানিয়েছেন সংগঠনের মুখপাত্ররা।