দিলোয়ার হোসাইন, বানিয়াচং থেকে:
হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা ইমাম সম্মেলন ও শ্রেষ্ঠ ইমাম বাছাই ২০২২ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি )উপজেলা হলরোমে বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে অনুষ্টিত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগন্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,থানা ইনচার্জ এমরান হোসেন, ইমাম সমিতির সভাপতি কাজী মাওঃ আতাউর রহমান,সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবদাল হোসেন খান ,আওয়ামীলীগ নেতা তজিম্মুল হক চৌধুরী , প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমুখ।
প্রধান অতথির বক্তব্যে হবিগঞ্জ ২ এর সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকার ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা চালু করায় বর্তমানে ইমামগণ স্বাবলম্বী।
এমপি আব্দুল মজিদ খান আরও বলেন, দেশে ৭ লক্ষাধিক মসজিদে প্রতি শুক্রবারে প্রায় ৪ কোটি মুসল্লি মসজিদে নামাজ পড়তে আসেন। তাই প্রতি সপ্তাহে একসাথে ৪ কোটি মানুষকে সঠিক পথে চলার সুপরামর্শ দিয়ে ইমামগণ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন।
ইমামগণ তাদের বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে যাওয়ায় তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাছ চাষ, গবাধি পশু পালন, প্রাথমিক চিকিৎসাসহ ৬ টি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করায় ইমামগণ আজ নিজেরাই স্বাবলম্বী।