আমি নিশিতে জাগিয়া,
স্বপ্নে দেখি হে প্রিয়া.
আস যদি তুমি,
ভরবে আমার হিয়া।
তোমায় খুজিঁ কবিতার ফাঁকে,
আর গানের সুরের মাঝে,
হয় যখন নিশি
তার আপন রঙের সাজে।
তুমি স্বপ্নে যেন আস,
আর স্বপ্নেই ভালবাস।
তুমি নিশীরও দোয়াড়ে,
যেন আস আমার ঘরে.
একদিন চাঁদনি রাতের জ্যোৎস্নায়,
এসে বলেছিলে আমায়.
হে নিশিজাগা আমার হিয়া.
আমি তোমার স্বপ্নে দেখা,
সেই নিশীপ্রিয়া।।
উপরের টুকু বাদ যাবে।
নাম থেকে শুরু।