হামিদুর রহমান,মাধবপুর থেকে- হবিগঞ্জ জেলা নাগরিক কমিটি কর্তৃক উচ্চ শিক্ষা লাভে মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজের ছাত্র/ছাত্রীদের করণীয় ও নিদের্শনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
শনিবার সকাল ১১ টায় মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজ মাঠে সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা নাগরিক কমিটির সভাপতি এডভোকেট চৌধুরী আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আঃ আউয়াল তালুকদারের পরিচালনায় জেলা নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় সম্মানীত অথিতি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের ডিন ডঃ সাহাব উদ্দিন,কুমিল্লা বার্ডের পরিচালক (প্রশাসন) মিজানুর রহমান,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম,হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রপেসর ইকরামুল ওয়াদুদ,হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুজ্জাহের,দৈনিক খোয়াইয়ের সম্পাদক আলহাজ্ব শামীম আহছান,ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আজগর,দৈনিক ইত্তেফাকের সাব এডিটর মোঃ আক্তারুজ্জামান,ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল,চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,মাধবপুর উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম,চৌমুহনী ইউ/পির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ আব্দুল আলী শাহ,ধর্মঘর কলেজের দাতা সদস্য আসাদ আলী,প্রভাষক শফিকুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক বজলুর রহমান ভূইয়া,আক্তার হোসেন মনির,ডাঃ এনামূল হক শাহরাজ,কাউসার আহম্মেদ,গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শফিউল আলম প্রমুখ।