স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ-বানিয়াচং সড়কে শুটকি ব্রীজ এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের দল দুই ব্যবসায়ীকে মারধোর করে সর্বস্ব লুট করে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রামের সিদ্দিক আলীর পুত্র সবজি ব্যবসায়ী হাবিবুর রহমান (২৮) ও নাতিরাবাদ এলাকার দিবেন্দ্র শুক্ল্য বৈদ্যের পুত্র বিক্রম শুক্য বৈদ্য (২২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, গতকাল রবিবার রাতে বানিয়াচং বড় বাজারের দুই ব্যবসায়ী পাইকারী দামে সবজি বিক্রি করে মোটর সাইকেলযোগে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত সাড়ে ৯টার দিকে মোটর সাইকেলটি শুটকি ব্রিজ এলাকায় পৌঁছলে ৪/৫ জনের ডাকাত দল তাদের আটক করে মালামাল লুটের চেষ্টা চালায়।
এ সময় তারা বাঁধা দিলে তাদের পিটিয়ে আহত করে নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আরও জানা যায়, সম্প্রতি ওই সড়কে পুলিশের টহল না থাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে।