নিজস্ব প্রতিবেদক :
শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মিনহাজুল ইসলামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিজনিত বদলি হওয়ায় শনিবার তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে শায়েস্তাগঞ্জ শিক্ষা পরিবার।
শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজিজুল হাছান চৌধুরীর সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মো. নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ ও সংবর্ধনা কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।
এছাড়াও আরো বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাহাব উদ্দীন, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রিপন মিয়া প্রমুখ।
প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম ও তার সহধর্মিনী মমতাজ সিদ্দিকা।
বক্তারা মো: মিনহাজুল ইসলামকে জনবান্ধব প্রশাসক হিসেবে উল্লেখ করে বলেন সততা, নিষ্ঠা ও কর্মতৎপরতা দ্বারা তিনি জনগণের মন জয় করেছেন।