চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামে পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদের শুভ সূচনা করা হয়েছে।
শুক্রবার লাদিয়া গ্রামের এম এ তাহের দারুল হিকমা মাদরাসা কমপ্লেক্সে হাজী মোঃ কলমদর মিয়া বিনলায়েছ উল্লা জামে মসজিদ উদ্বোধন করা হয়।
নতুন মসজিদে জুম্মার নামাজের ইমামতি করেন, অধ্যক্ষ মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,সাবেক পিপি অ্যাডভোকেট আকবরের হোসেন জিতু, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, মিরাশী ইউপি চেয়ারম্যান মানিক সরকার, গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, আহমদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, রানীগাও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি কামরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাথী মুক্তাদির চৌধুরী, আব্দুস সামাদ আজাদ মাস্টার, বীর মুক্তিযুদ্ধা ইদ্রিস আলী আলতা মিয়া।
উল্লেখ্য যে, লাদিয়া গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী আনিস খোকনের নিজস্ব অর্থায়নে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়।