হবিগঞ্জ প্রতিনিধি: প্রখ্যাত সাংবাদিক মরহুম জগলুল আহমেদ চৌধুরী সম্মাননা পদক ও বৃত্তি পেলেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের হবিগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জিয়া উদ্দিন দুলাল।
শনিবার (৩০ মে) দুপুরে যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ সদর সমিতির উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মাননা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, বৃন্দাবন সরকারি কলেজ অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
বক্তব্য দেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, অ্যাডভোকেট আব্দুল আলীম তালুকদার এবং শিক্ষার্থীদের পক্ষে পারভেজ আহমেদ।
যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ সদর সমিতির সভাপতি সভাপতি প্রবাসী নেতা সৈয়দ সহিদুল হক আবদালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক টি এস শামীম সিদ্দিকী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমেদ জোবায়ের।
সাংবাদিক জিয়া উদ্দিন দুলাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এর পাশাপাশি স্থানীয় দৈনিক বিজয়ের প্রতিধ্বনির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে সাংবাদিক জিয়া উদ্দিন দুলালকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদ এবং ২০ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।