দিলোয়ার হোসাইন,বানিয়াচং :
হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলার প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
১৬ই ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় মাঠে প্রদর্শনী উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মসন সিংহ।
উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সাইফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমিন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার , উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শামিমা আক্তার, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রাণীসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির প্রায় ৩০টি স্টল ছিল বলে আয়োজকরা জানান।