নিজস্ব প্রতিবেদক :
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসিইউ সুবিধাসহ অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত।
গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, দ্বিতীয় সচিব টি জি রমেশ, হবিগঞ্জের সিভিল সার্জন নুরুল হক।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গতি গবিন্দ দাশ, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নির্মলেন্দু দাশ রানা প্রমুখ।
আইসিইউ সুবিধাসহ অ্যাম্বুলেন্স প্রদান করায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অতিথিবৃন্দ।