নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বাহুবল উপজেলার বৃন্দাবন চা-বাগানে আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়ন শুরু হয়েছে। মৌসুমের প্রথমেই চা-পাতা চয়নের উদ্বোধন করেন বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দীন খাঁন।
গতকাল সোমবার সকাল ৮টায় শ্রমিকদের আনুষ্ঠানিকতা শেষে ২ নম্বর সেকশনে পাতা চয়নের উদ্বোধন করা হয়।
সরেজমিনে দেখা যায়, বাগানের সেকশনে সেকশনে চা-গাছ নতুন কুঁড়িতে ভরে উঠেছে। বৃন্দাবন চা-বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকরা চা-পাতা উত্তোলনে অধীর আগ্রহে অপেক্ষমাণ। সাধারণত ডিসেম্বরে মৌসুমের শেষে চা-গাছ ছাঁটাই বা কলমের পর নিয়মানুযায়ী দুই-তিন মাস বাগানে চা-পাতা উৎপাদন বন্ধ থাকে। ফলে চা-কারখানাও অলস থাকতে হয়।
সেচ সুবিধা ও বৃষ্টিপাতের কারণে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন। সোমবার গ্রীণ ভ্যালী প্ল্যান্টেশন কোম্পানি লিমিটেডের অধীনস্থ বৃন্দাবন চা-বাগানের ২ নম্বর সেকশনে নারী শ্রমিকরা পুজো-অর্চনাসহ সব আনুষ্ঠানিকতা শেষ করলে চা-পাতা চয়নের উদ্বোধন করেন বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দীন খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন বাগানের সহকারি ব্যবস্থাপক উজ্জল সিংহ, নূরুল হক তুহিন, আব্দুস শহিদ, হেড ক্লার্ক বিজন ভট্টাচার্য্য, খোরশেদ আলী, সালেহ আহমেদ সাগর, বিনিথ বিশ্বাস, রাসেল আহমেদ, সঞ্জয় গোয়ালাসহ পঞ্চায়েত নেতৃবৃন্দ ও নারী চা-শ্রমিকরা। পরে চা-পাতা চয়নের মাধ্যমে মৌসুমের প্রথম পাতি উত্তোলন শুরু করেন নারী শ্রমিকরা।
চা-পাতা চয়ন উদ্বোধনী অনুষ্ঠানে নাসির উদ্দীন খাঁন বলেন, মৌসুমের প্রথম এবছর চা-পাতা চয়নের উদ্বোধন করা হচ্ছে। শ্রমিকদের আন্তরিকতার মধ্য দিয়ে আশাতীত উৎপাদন সম্ভব হবে বলে তিনি দাবি করেন।