বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

বৃন্দাবন চা-বাগানে আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়ন শুরু

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জের বাহুবল উপজেলার বৃন্দাবন চা-বাগানে আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়ন শুরু হয়েছে। মৌসুমের প্রথমেই চা-পাতা চয়নের উদ্বোধন করেন বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দীন খাঁন।

গতকাল সোমবার সকাল ৮টায় শ্রমিকদের আনুষ্ঠানিকতা শেষে ২ নম্বর সেকশনে পাতা চয়নের উদ্বোধন করা হয়।

সরেজমিনে দেখা যায়, বাগানের সেকশনে সেকশনে চা-গাছ নতুন কুঁড়িতে ভরে উঠেছে। বৃন্দাবন চা-বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকরা চা-পাতা উত্তোলনে অধীর আগ্রহে অপেক্ষমাণ। সাধারণত ডিসেম্বরে মৌসুমের শেষে চা-গাছ ছাঁটাই বা কলমের পর নিয়মানুযায়ী দুই-তিন মাস বাগানে চা-পাতা উৎপাদন বন্ধ থাকে। ফলে চা-কারখানাও অলস থাকতে হয়।

সেচ সুবিধা ও বৃষ্টিপাতের কারণে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন। সোমবার গ্রীণ ভ্যালী প্ল্যান্টেশন কোম্পানি লিমিটেডের অধীনস্থ বৃন্দাবন চা-বাগানের ২ নম্বর সেকশনে নারী শ্রমিকরা পুজো-অর্চনাসহ সব আনুষ্ঠানিকতা শেষ করলে চা-পাতা চয়নের উদ্বোধন করেন বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দীন খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন বাগানের সহকারি ব্যবস্থাপক উজ্জল সিংহ, নূরুল হক তুহিন, আব্দুস শহিদ, হেড ক্লার্ক বিজন ভট্টাচার্য্য, খোরশেদ আলী, সালেহ আহমেদ সাগর, বিনিথ বিশ্বাস, রাসেল আহমেদ, সঞ্জয় গোয়ালাসহ পঞ্চায়েত নেতৃবৃন্দ ও নারী চা-শ্রমিকরা। পরে চা-পাতা চয়নের মাধ্যমে মৌসুমের প্রথম পাতি উত্তোলন শুরু করেন নারী শ্রমিকরা।

চা-পাতা চয়ন উদ্বোধনী অনুষ্ঠানে নাসির উদ্দীন খাঁন বলেন, মৌসুমের প্রথম এবছর চা-পাতা চয়নের উদ্বোধন করা হচ্ছে। শ্রমিকদের আন্তরিকতার মধ্য দিয়ে আশাতীত উৎপাদন সম্ভব হবে বলে তিনি দাবি করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!