পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে আত্মাঘাতী বোমা হামলায় একজন সাব-ইন্সপেক্টরসহ ২ জন নিহত হয়েছেন। সঙ্গে আহত হয়েছেন আরও ৬ জন।
হামলার ব্যাপারে পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, শুক্রবার রাতে সন্দেহভাজন আত্মাঘাতী বোমা হামলাকারী গাদ্দাফি স্টেডিয়ামের দেওয়ালের কাছে পৌঁছানোর আগেই তাকে থামিয়েছিল পুলিশ। তখনই ওই ব্যক্তি আত্মাঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটায়। এতে পুলিশের একজন সাব-ইন্সপেক্টরসহ মারা গেছেন ২ জন। আহত হয়েছেন ৬ জন।
এ ব্যাপারে পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, ‘গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে পুলিশের ব্যাপক তৎপরতায় বড় কোনো অঘটন ঘটেনি।’
বোমা হামলার ঘটনা ঘটলেও পাকিস্তান ও জিম্বাবুয়ের ম্যাচে কোনো বিঘ্ন ঘটেনি। খেলায় অতিথি জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এর মাধ্যমে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।