চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু উপলক্ষে মতবিনিময় সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ মাঠে
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
ইউপি সচিব বাবুল চন্দ্র রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ, গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, দেওরগাছ ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান রুমন ফরাজী, শানখলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী, আব্দালুর রহমান আবদাল, মিরাশী ইউপি চেয়ারম্যান মানিক সরকার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন,সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, মহিদ আহমদ চৌধুরী,সুপার মাওলানা আবুল খায়ের সানু, শাহ আইয়ূব আলী, সাইফুর রহমান সুফি মাস্টার, ইউপি মেম্বার সাংবাদিক এসএম সুলতান খান, নজরুল ইসলাম দুলাল, সিরাজ আলী, কাছম আলী, জাহাঙ্গীর আলম ফুল মিয়া, আবুল খায়ের, আইয়ূব আলী, খলিল মিয়া,সুরুজ আলী,মহিলা মেম্বার জাহেদা খাতুন, সিমা রাণী পাল, হাসনা আক্তার প্রমূখ।