বানিয়াচং প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবজল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত আবজল হোসেন উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের আলতাব হোসেনের এর পুত্র।
জানা যায়, বুধবার ( ৯ ফেব্রুয়ারী) রাত পৌনে ৯ টায় এসআই রাকিব হোসেন ও এসআই সন্তোষ চক্রবর্তী সংগীয় ফোর্সের সহায়তায় চতুুরঙ্গরায়ের পাড়ায় অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন গ্রেফতারের বিষয়টি দৈনিক শায়েস্তাগঞ্জকে নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।