আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাটের গাজিপুর ইউনিয়নের বাসুল্লা ও সোনাচং বাজারে ২টি মাছের ঘর নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে।
(১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে সোনাচং ও বাসুল্লা বাজারে উপস্থিত থেকে ঘর নির্মান কাজের শুভ উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর।
এ সময় উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ফরিদ আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার ও আবিদা খাতুন,স্থানীয় গাজিপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,সাবেক চেয়ারম্যান মাও.তাজুল ইসলাম,উপ সহকারি প্রকৌশলী আবুল কালাম,মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সেক্রেটারী মিজানুর রহমান সোহাগ, ইউপি সদস্য শারফিন আক্তার,ছালেক মিয়া ও তুষার আহমেদ,এলাকার মুরুব্বি মদরিস কাজি,আঃ রউপ মাষ্টার,তাহের চৌধুরী,খায়ের চৌধুরী,নুর তালুকদার,আমীর হোসেন মজুমদার,মোছাব্বির মজুমদার,ছাত্রলীগ নেতা কাজী মাসুম,অলিউর রহমান ও আজাদ আহমেদ সুমন প্রমুখ।
২০ লক্ষ টাকা ব্যয়ে ২ টি মাছের ঘর নির্মান হবে।পরে তিনি গাজিনগর মসজিদের ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।