স্টাফ রিপোর্টার :
বানিয়াচংয়ে অনাবাদী পতিত জমি ও বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি গঠনের লক্ষ্যে কৃষাণ কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
গতকাল বুধবার বানিয়াচং কৃষি অফিসের সামনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় ১৫টি পরিবারের ৩০জন কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমারি অধিকারী।
তিনি বলেন, আমাদের চারপাশের পতিত জমিতে যদি নিজেদের উদ্যোগে পুষ্টি বাগান তৈরী করতে পারি, তাহলে আমাদের পরিবারের চাহিদা মিটিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারব। কাজেই বাড়ির আঙ্গিনা কিংবা আশপাশে ক্ষুদ্র পরিসরে হলেও সবজি বাগান তৈরী করতে হবে। এক্ষেত্রে কৃষি বিভাগ থেকে সব ধরণের সহায়তা প্রদান করা হবে।
জেলা কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খানের সভাপতিত্ত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকতার্ এনামুল হক মাঠ কর্মকতার্গণ। প্রশিক্ষণ শেষে ১৫টি পরিবারের ৩০জন কৃষাণ-কৃষাণীদের মাঝে পানির ঝার, বীজ সংরক্ষণের পাত্র, নেট, জৈব সার এবং বীজ বিতরণ করা হয়।