স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জের চুনারুঘাটে থেমে নেই মাদক ব্যবসা। প্রতিদিনই নিত্য নতুন কৌশল অবলম্বন করে মাদক বিক্রি ও পাচার করছে বিক্রেতারা। প্রশাসনের অভিযানও থেমে নেই। একের পর এক মাদকের চালান ধরে বিক্রেতাদের সাজা দিলেও বন্ধ হচ্ছে না মাদকের কারবার। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা আনছে গাঁজার বড় চালান।
মাদক ব্যবসায়ীরা এসব চালান ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে গন্তব্যে পাঠায়। কখনো ট্রেনে, কখনো পণ্য ভর্তি ট্রাকে। গতকাল ৬ ফেব্রুয়ারী রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জ এর সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার গাজিপুরের জারুলিয়ায় অভিযান চালিয়ে পেশাদার মাদক বিক্রেতা মোঃ কাজল মিয়া (৪০) কে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আশ্রফ উল্লাহর পুত্র। এ বিষয়ে উপপরিদর্শক রবি উল্লা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা করেছেন।