এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে দখলকৃত ভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল সহ উপজেলা সার্ভেয়ার ও তহসিলদারদের উপস্থিতিতে উক্ত অভিযান পরিচালনা করে ভূমি উদ্ধার করা হয়।
চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের আমতলী ব্রীজ সংলগ্ন সুতাং নদীর তীরবর্তী আনুমানিক ২০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল একটি চক্র।আজ প্রশাসনের উদ্যোগে অবৈধ দখলদারদের নিকট হতে দখলমুক্ত করে লাল নিশান চিহ্নিত করে দেওয়া হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে বলে জাননো হয়।