চুনারুঘাট(হবিগঞ্জ) থেকে সংবাদদতা :
হবিগঞ্জের চুনারুঘাটে শীর্ষ ডাকাত ও ১০ মামলার পলাতক আসামি ফটিক মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ ফেব্রয়ারী) বিকেল আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরন করেন। এর আগে (৪ফেব্রয়ারী) দিবাগত রাতে এসআই হেলাল উদ্দিন সহ একদল পুলিশ উপজেলার মিরাশি ইউনিয়নের চামলতী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ।
ফটিক ওই এলাকার আঃ শহীদের ছেলে। ফটিকের বিরুদ্ধে দুইটি চোরির মামলায় সাজা পরোয়ান ও চারটি ডাকাতি এবং ৬ টি বনমালায় পরোয়ানাভুক্ত সহ ১০ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ জানান, সে দীর্ঘদিন যাবত এলাকার সাধারণ জনগণকে বিভিন্নভাবে হয়রানি, চুরি, ডাকাতি ও মারামারিসহ নানা অপরাধমূলক কার্যক্রম করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া গতকাল রাতভর অভিযানে পরোয়ানাভূক্ত ৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত আছে বলে ওসি জানান।