শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
আলোকিত মানুষ, সুন্দর সমাজ বিনির্মাণ, সত্য, সুন্দর ও আলোর পথে আহবান জানিয়ে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন এর নালমুখ বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অগ্রগামী গণ পাঠাগার।
৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার নালমুখ বাজারে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন,মিরাশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মানিক সরকার।
উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা পরিচালনা করেন অগ্রগামী গণপাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আমির উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল।
এছাড়াও আরো বক্তব্য রাখেন- শিক্ষানুরাগী মোঃ আব্দুল আলী, ঢাকা কলেজের অধ্যাপক মোঃ আফরোজ মিয়া,আহাদুজ্জামান খান মাসুদ, আবুল হোসেন মাস্টার, নালমুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আওয়ামীলীগ ইউপি সভাপতি ইদ্রিস আলী আলতা, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, শাহজালাল মহা বিদ্যালয়ের সহকারি অধ্যাপক আহাদুজ্জামান খান মুর্শেদ প্রমুখ।
স্থানীয় শত শত শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ,সামাজিক- সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে পাঠাগার উদ্বোধন এ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদেরকে সৎ হতে হবে, সত্যবাদী হিসেবে নিজেদেরকে সবসময় উপস্থাপন করতে হবে, তরুণ সমাজের তারুণ্যদীপ্ত সকল শিক্ষার্থীরা নিজের চিন্তা, চেতনাকে আলোকিত করতে হলে, পড়তে হবে, পড়াতে হবে, এর মধ্য দিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে।