কাজী মাহমুদুল হক সুজন :
মুক্তিযোদ্ধাদের জন্য একটি চেয়ার সংরক্ষিত রেখে প্রথম কর্মদিবস করলেন চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ। এ উদ্যেগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকেও পরেছে ব্যাপক সাড়া।
মুক্তিযোদ্ধার সন্তান রিপন আমীন বলেন এটা নিঃসন্দেহে ভালো কাজ। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি গর্ববোধ করি।
মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলী বলেন জাতীর শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান দিযে ইউনিয়ন অফিসে উপজেলায় এই প্রথম চেয়ার সংরক্ষিত রেখে আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আমাদের (মুক্তিযোদ্ধাদের) সম্মান দেখিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।এ জন্য তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন চেয়ারম্যান জাতীর শ্রেষ্ট সন্তানদের সম্মান দেখিয়ে নিজেও সম্মানিত হয়েছেন। এ জন্য তিনি ধন্যবাদও জানান।
আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ বলেন তিনি ছোট থেকে জাতির শ্রেষ্ট সন্তানদের সম্মান দিয়ে আসছেন।তাদের প্রতি সম্মান দেখাতে তিনি নির্বাচিত হয়ে বুধবার প্রথম কর্মদিবসেই মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা চেয়ার রেখেছেন। যেটিতে লেখা রয়েছে মুক্তিযোদ্ধাদের জনঢ সংরক্ষিত।