এস এইচ টিটু :
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এর আম্মা রাবেয়া খাতুন চৌধুরীর জানাজায় শোকাহত মানুষের ঢল।
আজ মঙ্গলবার বিকাল ৫টার সময় নূরপুর হাইস্কুল মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
গত ৩০ জানুয়ারি রবিবার দুপুর ২টা ১০ মিনিটে মরহুমা র নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মরহুমার নামাজে জানাজায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাসহ এলাকার মুরুব্বীয়ান, যুবসমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিগন উপস্থিত ছিলেন।
মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহ যেন তাঁর ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন, সেই দোয়া করেন উপস্থিত মুসল্লীগন।
উল্লেখ্য, মরহুমা রাবেয়া খাতুন চৌধুরী রেখে গেছেন দুই পুত্র ও তিন কন্যা সন্তানসহ নাতি নাতনী ও আত্মীয় স্বজন।