নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭টি ও শায়েস্তাগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন নির্বাচনে ৫১৫ প্রার্থীর পক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ সোমবার (৩১ জানুয়ারী) সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪০ জন, ১০২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও ৩২৬ জন সাধারণ সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৭৭০ জন।
এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলার সদর শায়েস্তাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৯৮২ জন।