স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও নুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের মা রাবেয়া খাতুন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
তিনি গতকাল সংবাদ পত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহ যেন তাঁর ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন, সেই দোয়া করেন।