নিজস্ব প্রতিবেদক :
বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৩০ জানুয়ারি রবিবার পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
বাহুবল উপজেলার ০৭টি ইউনিয়নে ৭৬টি কেন্দ্র ও শায়েস্তাগঞ্জ উপজেলার ০১টি ইউনিয়নের ০৯ টি কেন্দ্রে আগামীকাল ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, মহসীন আল মুরাদ, সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল, আবুল খায়ের, সহকারী পুলিশ সুপার, বাহুবল সার্কেল, হবিগঞ্জ।