নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রীসহ ৪ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। ধৃত আসামীদের শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম গ্রামে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক আসামী ওই গ্রামের মৃত রশিক দাসের ছেলে ইন্দু ভুষন দাস ও তার স্ত্রী শিখা তালুকদারকে গ্রেপ্তার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সিআর মামলা নং ১৫/১৬ (নবী) মামলায় ১ বছরের সাজা হয়। সাজা মাথায় নিয়ে স্বামী-স্ত্রী দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এছাড়া দায়রা ২৬৩/১৮নং মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত ও ৮ লাখ ৩২ হাজার টাকা জরিমানার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শহরের ওসমানী রোডস্থ আনোয়ারা গার্ডেনের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ খালেদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। অপর দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মধু চন্দের ছেলে মিলন চন্দকেও একই রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে ৭৭৩/১৩ নং দায়রা এবং ৪৩/১৩ নং দায়রা পৃথক দু’টি মামলায় এক বছর করে দু’বছর এর সাজা হয়। ধৃত আসামীদের শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।