শেখ হারুন,চুনারুঘাট থেকে :
চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি এসএম সুলতান খান রাণীগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
চুনারুঘাট প্রেসক্লাবের আয়োজনে বুধবার (২৬ জানুয়ারী)সন্ধ্যায় উপজেলা হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম-এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি নুরুল হক কবির,মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ঈমান আলী,যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান তাহের,সাংবাদিক খন্দকার আলাউদ্দীন,
উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ হারুন,সাংগঠনিক সম্পাদক খন্দকার মায়া,ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম বকুল,দপ্তর সম্পাদক আজিজ ইকবাল,অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সৃজনশীল মেধা বিকাশের সভাপতি সাইফুর রাব্বি,সাংবাদিক নোমান আহমেদ,শংকর শীল,জসিম উদ্দিন প্রমূখ।