বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে আয় ৮৯ লক্ষ ৭২ হাজার ৬শত ৪৯টাকা এবং ব্যয় ৮৮ লক্ষ ৯০ হাজার ১শত ৮৩ টাকা দেখানো হয়েছে। উদ্বুাত্ত ৮২ হাজার ৪শত ৬৬ টাকা রাখা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বাজেট পেশ করে ইউনিয়ন পরিষদের সচিব বাবু নারায়ন দেবনাথ ও তার সহযোগি হিসেবে ছিলেন মো.তৌরিছ মিয়া শাহীন। বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী।
এসয়ম উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যাবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেনীর বিপুল সংখ্যক মানুষ।