ক্রীড়া ডেস্ক :
অধিনায়ক মুকুলের অনবদ্য সেঞ্চুরি এবং হিমেলের অলরাউন্ড নৈপুণ্যে এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেট লীগে টাান ২য় জয়লাভ করেছে বর্তমান চ্যাম্পিয়ন মডার্ণ ক্লাব।
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে মঙ্গলবার তারা ক্লাব ৯৩ কে ১১৮ রানে পরাজিত করেছে। এর আগে উদ্বোধনী খেলায় মডার্ণ ক্লাব বানিয়াচং ক্রিকেট ক্লাবকে ১৪৫ রানে পরাজিত করেছিল।
গতকাল টসে জয়লাভ করে মডার্ণের অধিনায়ক মুকুল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৫০ ওভারে মডার্ণ সংগ্রহ করে ৭ উইকেটে ২৭০ রান। দলের পক্ষে অধিনায়ক মুকুল ১০১, রনি অপরাজিত ৪৬ ও হিমেল অপরাজিত ৩৯ রান সংগ্রহ করে। জবাবে ক্লাব ৯৩ ৪৪ওভারে ১৫২রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়।
মডার্ণ এর লেগস্পিনার হিমেল ৪টি, এনাম সিনিয়র ও রাজু ২টি করে উইকেট লাভ করে।