স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ :
হবিগঞ্জে করোনাভাইরাসে আরো ১জনের মৃত্যু, জেলায় মোট মৃত্যু ৪৯ জন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে করোনায় নতুন করে একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। মৃত ব্যক্তির নাম হাফিজ উল্লা। তিনি হবিগঞ্জ সদর উপজেলা ভাদৈ এলাকার বাসিন্দা ও তার বয়স ৮০ বছর। করোনায় আক্রান্ত হয়ে তিনি ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি ছিলেন। মারা গিয়েছেন গত ২২ জানুয়ারি।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজের ১১ শিক্ষার্থীসহ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছেন আরও ১০৫ জন। ২২৮ জনের নমুনা পরীক্ষা করলে তারা সনাক্ত হন। সনাক্তের হার ৪৬.০৫ শতাংশ।
২০২০ সালের ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত মোট আক্রান্ত ৭ হাজার ৫৮ জন, সুস্থ ৪ হাজার ৯৩৬ জন ও মারা গেছেন ৪৯ জন।