বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন জাতীয় সেচ্ছাসেবকপার্টির কমিটি গঠন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ইউপি কার্যালয়ের হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় সেচ্ছাসেবকপার্টির সহ-সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও ইউপি জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জাতীয় পার্টির সদস্য রফিকুল আলম লালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক একে এম দুলাল, সুমন আহমদ সুনন,সাবেক প্রচার সম্পাদক ফিরোজ আলী।
বক্তব্য রাখেন, দৌলতপুর ইউপি জাপার নেতা শফিক আহমদ পিয়ার আলী, উপজেলা জাতীয় সেচ্ছাসেবকপার্টির সদস্য সচিব মো.আলা উদ্দিন মেম্বার,যুগ্ম-সদস্য সচিব শওকত হোসেন, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মারুফ হোসেন ফরহাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপা নেতা শরিফ আলী, ইউপি জাপা নেতা ইব্রাহিম আলী, আবদুল গণি, ইরাজ আলী, শের আলী, বাবুল মিয়া, উপজেলা জাতীয় সেচ্ছাসেবকপার্টির সাবেক সভাপতি হেলাল আহমদ, বর্তমান কমিটির যুগ্ম-আহবায়ক রুহেল আহমদ, আবদুল মতিন, সেচ্ছাসেবকপার্টির নেতা রিপন আহমদ, বাবুল মিয়া প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে মো.কয়েছ মিয়াকে আহবায়ক ও সায়েম আহমদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলার দৌলতপুর ইউনিয়ন জাতীয় সেচ্ছাসেবকপার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন-আবদুর রহিম, আজিজুর রহমান, আনোয়ার হোসেন, আবুল বাশার, সুজন আলী, রিপন আলী, সাইফুর রহমান, মুহিবুর রহমান, সেলিম আহমদ, দিলাল মিয়া, ছাইদুল ইসলাম, রায়হান আহমদ, সাদ্দাম হোসেন, কালা মিয়া, আলা উদ্দিন, আলমাছ আলী প্রমূখ।
সভায় বক্তারা, আগামী তিন মাসের মধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে দৌলতপুর ইউপির পূনাঙ্গ কমিটি গঠন করার জন্য আহবান জানান। অতীতের চেয়ে বিশ্বনাথে জাতীয় সেচ্ছাসেবক পার্টি অনেক শক্তিশালী।
তারা আরোও বলেন, বিশ্বনাথের মাটিতে পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ও সিলেট ২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়ার হাতকে শক্তি করে গড়ে তুলতে হবে।