বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের আলোচিত ৬নং ওয়ার্ডে ১৬ মেম্বার প্রার্থীর নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামা-ভাগ্নার সমঝোতা নয়া মোড় নিয়েছে। পাল্টে যেতে শুরু করেছে ভোটের হিসাব।
মনোনয়ন দাখিলের পর ভাদেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ১৬ জন মেম্বার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে উপজেলা জুড়ে নির্বাচনে যুক্ত হয় ভিন্ন মাত্রা। চায়ের কাপে- আড্ডা খানায় এ ওয়ার্ডে মেম্বার প্রার্থীদের বিশাল বহর নিয়ে চলছে নানা সমীকরণ। সকল প্রার্থীর সমর্থনেই চলছে প্রচার-প্রচারণা।
এরই মাঝে ২০ গত জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেম্বার মোঃ আব্দুল মালেক ও তার ভাগ্নে মোঃ সফর আলীর মাঝে আকষ্মিক সমঝোতা হয়। একই ওয়ার্ডে মামা আব্দুল মালেক প্রতীক বরাদ্দ পান তালা এবং তার ভাগ্নে সফর আলী পেয়েছিলেন পান পাতা। শেষ পর্যন্ত সফর আলী তার মামা আব্দুল মালেককে সমর্থন জানিয়ে সরে দাড়িয়েছেন।
মামা-ভাগ্নের এ সমঝোতায় পাল্টে যেতে পারে ভাদেশ্বর ইউনিয়নের আলোচিত এ ওয়ার্ডের ভোটের হিসাব- নিকাশ।