স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্ণারের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবুল খায়ের, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জের প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীরসহ সংগঠনের সদস্যবৃন্দ।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম বলেন, শায়েস্তাগঞ্জ একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এই রুটের ১২ টি আন্তঃনগর ট্রেনের সবগুলো ট্রেনই এখানে যাত্রা বিরতি দেয়। এখান দিয়ে যাতায়াত করা যাত্রীদের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রেস্ট ফিডিং কর্ণারটি স্থাপন করা হয়েছে। আমরা আশাকরছি ট্রেন দিয়ে যাতায়াতকারী মায়েরা এর সুফল ভোগ করবে।