স্টাফ রিপোর্টার ॥
দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে গবীর অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল ১৮ জানুয়ারী হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্স সংলগ্ন হবিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে দুপুরে ওয়ার্ড কাউন্সিলর গৌতম কুমার রায়ের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার ওসিল্যান্ড ইয়াছিন আরাফাত রানা।
বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাহেব সভাপতি মোঃ ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, হবিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা গুলনাহার, শার্মিন খান, বাবু চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএম সাইফর রহমান পাপুল, সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শেখ রাব্বি, মোজাম্মেল হক নাহিদ, পলাশ চৌধুরী, নির্জন তালুকদার, রাকিব আজাদ, জীবন মোদক, আজিজুর রহমান রবি প্রমূখ। আলোচনা শেষে শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হয়।