স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বাহুবলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মিছিলে দুর্বৃত্বের ছুরিকাঘাতে আল আমিন(২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে । নিহত যুবক উপজেলার মিঠাপুর গ্রামের মোঃ ছায়েদ আলীর পুত্র।
এলাকাবাসী জানান, রাত ৮টার দিকে রাজাপুর বাজারে বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীর ঘোড়া মার্কার সমর্থনে মিছিল শুরু হয়। এক পর্যায়ে অজ্ঞাত দূর্বৃত্ত মিছিলে অংশ গ্রহনকারী আল আমিনকে ছুরিকাঘাত করে।
এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।