স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জুয়াইরা বিল হাওড় থেকে ভাসমান অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ১৫ জানুয়ারি বানিয়াচং থানার ১২নং সুজাতপুর ইউপির অন্তর্গত নোয়াবাদ ও পূর্ব বাজুকা গ্রামের মধ্যবর্তী জুয়াইরা বিল হাওড় (বদ্ধ জলাশয়ে) ভাসমান অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই স্থানে লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল তৈরি করে লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বানিয়াচং থানার (ওসি) এমরান হোসেন বলেন, ওই নারীর পরিচয় মিলেনি। তবে তার বয়স অনুমান ৫০ থেকে ৫৫ বছর হবে।