ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না আব্দুর রাজ্জাকের। ঘরোয়া লিগে ভালো পারফরম্যান্স করেও জাতীয় দলে সুযোগ না পেলে সময় ভালো যাওয়ার কথাও না। এই খারাপ সময়েই ভক্তদেরকে রাজ্জাক শোনালেন একটুখানি খুশীর খবর। বাবা হয়েছেন তিনি।
গতকাল বুধবার ঢাকার স্কয়ার হাসপাতালে রাজ্জাক দম্পতির ঘরে আসে পুত্র সন্তান। মা ও পুত্র উভয়েই সুস্থ রয়েছে।
মূলত, বুধবার জাতীয় লিগ থেকে রাজ্জাকের হঠাৎ ‘নেই’ হয়ে যাওয়ার কারণও এটাই। স্ত্রীর অসুস্থতার খবর শুনেই বুধবার বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) চতুর্থ দিন সকালেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান এই স্পিনার। কারণ না জানা থাকার কারণে এ নিয়ে সমর্থকদের মধ্যে চলে জল্পনা-কল্পনা।
জাতীয় দলে না রাখার পাশাপাশি হাই পারফরম্যান্স ইউনিটেও নির্বাচকরা রাখেননি একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এই বোলারকে। তারপরেও হাল ছাড়ছেন না রাজ্জাক। পুত্রভাগ্যই হয়তো খুব শিগগির তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে নিয়ে আসতেও পারে!