বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে কোভিড ১৯য়ের নতুন ভ্যারিয়েশন ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় এর বিস্তার রোধে বানিয়াচং উপজেলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
১১জানুয়ারী মঙ্গলবার বিকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
সভায় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা,প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,শিক্ষা কর্মকর্তা সরকার শফিকুল ইসলাম,ভেটেরিনারি সার্জন শাহেদ উদ্দিন তফাদার ও স্হানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ মন্ত্রিসভা থেকে জারি করা করোনা মোকাবেলায় গৃহিত আদেশ পড়ে শোনান।
এ সময় সভা থেকে উপস্থিত সভার মতামত নিয়ে স্থানীয়ভাবে করোনা মোকাবেলায় বিভিন্ন প্রস্তাব গ্রহন করা হয়।
মন্ত্রিসভার জারি করা আদেশ অনুযায়ী মাস্ক পরিধান,হোটেল রেস্তোরার জন্য বিভিন্ন আদেশ,সভা-সমাবেশ,মেলা,ধমীয় সমাবেশ,রাজনৈতিক সমাবেশ সহ যে কোন ধরনের লোকসমাগমের উপর বিধি নিষেধ আরোপ করা হয়।
গৃহিত সিদ্ধান্ত ১৩ জানুয়ারী থেকে মাঠ পর্যায়ে বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কঠোরতা অবলম্বন করবেন বলে সভায় জানানো হয়েছে।