স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুরে আলাদা অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ও মাদক ব্যবসায়ী মোঃ তাহের মিয়া (৩৬) নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার দিবাগত গভীররাতে র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযান চালায়। এসময় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের ভিতর থেকে ৫০ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এছাড়া উক্ত অভিযানের পাশাপাশি সিপিসি-১ কোম্পানীর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের উলুকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলসহ ব্যবসায়ী তাহের মিয়া (৩৬) গ্রেফতার করে। সে চুনারুঘাট উপজেলার বরদলিয়া গ্রামের মৃত আমির হোসেনের পুত্র।
র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক এবং আটককৃত আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।