আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিবাহ ভন্ডুল করে দেয়া হয়। এ সময় কনে ও বর পক্ষের অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত লিখিত মুছলেকা আদায় করা হয়েছে।
সুত্রে জানাযায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের আকাবুর রহমান তার অপ্রাপ্ত বয়স্ক স্কুল পড়ুয়া মেয়ের সাথে হবিগঞ্জের জনৈক যুবকের সাথে বিয়ে টিক করেন।
শুক্রবার (৭ ডিসেম্বর) ছিল বিবাহের তারিখ। সকল আয়োজন সম্পন্ন। বিবাহ অনুষ্টানের জন্য বিশাল প্যান্ডেল তৈরী করা হয়। অতিথি আপ্যায়নের সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়। ওই দিন দুপুরে কনে লাল বেনারশি শাড়ী পড়ে বধু সেজে অপেক্ষায়।
বর পক্ষের লোকজন কনের শাড়ী, স্বর্ণালংকার নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত। এদিকে গোপনসূত্রে বাল্য বিবাহ অনুষ্টানের খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে মোবাইল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গুড়িয়ে দেয়া হয় প্যান্ডেল।
এ সময় স্থানীয় মুরুব্বীয়ানদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের বিচারক কনে ও বর পক্ষের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না এমন শর্তে মুচলেখা নেয়া হয়েছে। এ সময় সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ বলেন, বাল্য বিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এতে সকলকে সহযোগিতার আহ্বানও জানান তিনি।