স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় এ দুইজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার শিবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে থেকে মরদেহগুলো উদ্ধার করে আজমিরীগঞ্জ থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় সনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে তারা এক যুবকের মরদেহ পল্লী বিদ্যুৎ সমিতির লাইনে ঝুলতে দেখেন ও অন্যজনের মরদেহ লাইনেরে নিচে মাঠিতে ছিল। খবর পেয়ে সেখাকে কয়েক হাজার মানুষ জড়ো হন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, মরদেহগুলোর পাশ থেকে বৈদ্যুতিক কাজের যন্ত্রপাতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতে তারা ট্রান্সফরমার চুরি করতে এসেছিলেন। ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
তিনি আরও জানান, একজনের মরদেহ তারে ঝুলন্ত ও অপর মরদেহটি মাটি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।