বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খোজারগাও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম সুরুজ আলী স্মৃতি পরিষদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।
গত ১ জানুয়ারি উক্ত ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। স্মৃতি পরিষদের সভাপতি প্রবীণ মুরুব্বি মোঃ সাহেব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাহুবলের ক্রীড়া ব্যক্তিত্ব ও মিরপুর সান-শাইন মডেল হাইস্কুলের পরিচালক এম শামসুদ্দিন, সাবেক ছাত্র নেতা ও প্রাইমারী শিক্ষক আল এমরান খান, ইউপি সদস্য প্রার্থী মোঃ ফরিদ মিয়া, মোঃ শাহীন মিয়া, মুর্শেদ আলম সহ খেলোয়াড়বৃন্দ।