স্টাফ রিপোর্টার :
বিএনপি ও জামায়াতের চক্রান্তের ব্যাপারে সতর্ক থাকার আহবান-এমপি আবু জাহির
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর সঙ্গে মতবিনিময় করেছে যুক্তরাজ্যস্থ এনআরবি, হবিগঞ্জ। গতকাল লন্ডনের শহরের একটি অডিটোরিয়ামে এ সভায় প্রধান অতিথি ছিলেন এমপি আবু জাহির।
এ সময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নানা চক্রান্ত করে যাচ্ছে। এজন্য তিনি প্রবাসী আওয়ামী পরিবারের নেতৃবৃন্দসহ সকলকে সজাগ থাকার আহবান জানান।
ব্যরিস্টার এনামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল খান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফ উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এমএ আউয়াল, জালাল আহমেদ, অলিউর রহমান, খিরাজ, মাহবুবুর রহমান চৌধুরী মুরাদ, শাহজাহান কবীরসহ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জবাসীর অনেকেই উপস্থিত ছিলেন।