এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদিআরবে আকস্মিক বন্যায় একই পরিবারের তিন জন মারা গেছে বলে জানিয়েছে আরব নিউজ।
সোমবার দেশের সেরনান উপত্যকার আদম এলাকাটি বন্যার পানিতে ভেসে যায়। বন্যার পর মঙ্গলবার মক্কার সিভিল ডিফেন্স সদস্যরা তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
বন্যায় মারা যাওয়া পুরুষটির বয়স ৮৫ এবং তার মেয়ের বয়স দুই বলে উল্লেখ করেছে আরব নিউজ। তবে তার স্ত্রীর বয়স কত তা জানা যায়নি। বন্যায় তাদের গাড়িতে পানি প্রবেশ করায় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। বন্যার তোড়ে তাদের গাড়িটি অন্যত্র ভেসে গিয়েছিল।
বন্যার পানি সরে যাওয়ার পর মঙ্গলবার প্রথমে শিশুর মৃতদেহ দেখতে পায় সেরনান উপত্যকার স্থানীয়রা। পরে উদ্ধারকর্মীরা উপত্যকার প্রায় ৯ কিলোমিটার দূর থেকে তার বৃদ্ধ বাবার মৃতদেহ উদ্ধার করে। সোমবার তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছিল গাড়ির অভ্যন্তর থেকেই।